১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৮

- প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। মারা যাওয়া তিনজনই ঢাকার। এর মধ্যে দুইজন দক্ষিণ সিটির।

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন।

২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন।


আরো সংবাদ



premium cement