২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু : দুর্যোগ মন্ত্রণালয়

দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে - ছবি : বিবিসি

দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু ও একজন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে সরকার। এছাড়া এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলার ৫১ লাখেরও বেশি মানুষ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্যায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন এবং শিশু ১৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ফেনীতে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ফেনীতে ২৬ জন, কুমিল্লায় ১৭ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুর একজন, কক্সবাজারে তিনজন, মৌলভীবাজারে একজন এবং খাগড়াছড়িতে একজন মারা গেছে।

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের এই বিজ্ঞপিতে বলা হয়, বন্যা দুর্গত জেলাগুলোতে এখনো পানিবন্দী রয়েছে ছয় লাখেরও বেশি পরিবার।

সরকারি তথ্য বলছে, বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়া মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement




up