বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৫৪ লাখেরও বেশি মানুষ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ আগস্ট ২০২৪, ১৫:২৪
বন্যাকবলিত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ৬ জন, ফেনীতে ১৯ জন, নোয়াখালীতে ৮ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৪ উপজেলায় ১০ লাখ নয় হাজার ৫২২টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।
এছাড়া ১১টি জেলার ৪৮৬টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।
তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে চার লাখ ৬৯ হাজার ৬৮৭ জন। আশ্রয় পেয়েছে ৩৮ হাজার ১৯২টি গৃহপালিত পশুও।
এ পর্যন্ত চার কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার পিস শুকনো খাবার বা অন্যান্য খাবার এবং শিশু খাদ্য ও গো-খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা। এছাড়াও বন্যার্তদের চিকিৎসা দিতে কাজ করছে ৫৬৭টি মেডিক্যাল টিম।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা