বন্যার পানি নামবে কবে, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০২৪, ২৩:০৯
কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে পাহাড়ি ঢলে সৃষ্ট বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বন্যাদুর্গত অঞ্চলগুলোয় গড়ে প্রায় ২৫ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
খোয়াই, মনু এবং ফেনী নদীর তিনটি পয়েন্টে পানির স্তর ইতোমধ্যেই বিপৎসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়া কুশিয়ারা নদীর যে তিনটি পয়েন্টে বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেগুলোর মধ্যে অন্তত দু’টিতে রোববার রাতের মধ্যে পানি কমে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করছেন তারা।
এদিকে, পানি বেড়ে যাওয়ায় রোববার সকালে রাঙামাটির কাপ্তাই বাঁধের সবকটি গেট খুলে দিয়ে বিকেলে সেগুলো আবার বন্ধ করে দেয়া হয়েছে।
তবে কাপ্তাই বাঁধের সবকটি গেট খুলে দেয়ার ফলে কর্ণফুলী নদীতে পানি বাড়লেও নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অন্যদিকে, সোমবার বিকেলের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার কোথাও কোথাও অবস্থার অবনতির আশঙ্কা করছেন অনেকে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, নতুন করে বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির উন্নতিতে কিছুটা ধীরগতি আসলেও অবনতির শঙ্কা খুব একটা দেখছেন না তারা।
কিন্তু বন্যার যে পানি মানুষের বাড়িঘরে উঠেছে, সেটি পুরোপুরি নামতে কতদিন লাগবে? বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের অন্তর্বর্তী সরকারই-বা কতটুকু প্রস্তুতি?
রোববারের পরিস্থিতি কী?
গত শুক্রবার থেকে বন্যার পানি কমার যে ধারা দেখা যাচ্ছিল, রোববারও সেটি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কর্মকর্তারা বলছেন, গত তিন দিনে ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত উল্লেখযোগ্য হারে কমে এসেছে। অন্যদিকে, শুক্রবারের পর বাংলাদেশের বন্যাদুর্গত এলাকাগুলোতেও বড় ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়নি।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘সবমিলিয়ে পানির চাপ অনেকটাই কমে গেছে। নতুন করে চাপ বাড়ার কোনো আশঙ্কাও আপাতত দেখা যাচ্ছে না।’
কুশিয়ারা, মনু, খোয়াই, ধলাই, গোমতী, ফেনী, মুহুরীসহ যেসব নদীতে ঢলের পানি ঢুকে দু’পাশের এলাকা প্লাবিত হয়েছিল, সেগুলোতেও পানি কমতে শুরু করেছে।
তিনি বলেন, ‘গত যেখানে নয়টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, রোববার সেটি কমে ছয়টিতে দাঁড়িয়েছে।’
খোয়াই, মনু এবং ফেনী নদীর তিনটি পয়েন্টে পানির স্তর কমে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
তবে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ওপরে রয়েছে। একই অবস্থা দেখা যাচ্ছে গোমতী, মনু ও মুহুরি নদীর তিনটি পয়েন্টে।
এর মধ্যে কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার থেকে কমে ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা।
তবে পানি কমলেও এখনো ঘরবাড়ি ফিরতে পারছেন না বন্যা দুর্গতরা। এখনো সাড়ে তিন হাজার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় পৌনে তিন লাখ মানুষ।
মাঠের চিত্র কেমন?
এদিকে, পানি কমতে শুরু করলেও এখনো বাড়ি ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দুর্গত এলাকা ঘুরে জানিয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতারা।
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের একটি আশ্রয়ণকেন্দ্র ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান জানান, সেখানে এখনো চার হাজারেরও বেশি মানুষ অবস্থান করছেন।
তারা ত্রাণ সহায়তা পেলেও বাজার থেকে যারা দূরে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, তারা কোনো ধরনের সহায়তা পাননি বলে জানিয়েছেন।
তবে ফেনীর কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফিরে আসায় অনেকে এখন তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।
আত্মীয়দের খোঁজে কেউ কেউ দুর্গত এলাকায়ও যাচ্ছেন।
একই অবস্থা দেখা গেছে কুমিল্লাতেও। তবে গোমতী নদীর তীরবর্তী কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
আর নোয়াখালীর বেশ কয়েক জায়গায় পানি সামান্য বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাইয়ে পানি কমতে শুরু করেছে। ফলে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।
তবে হাটহাজারিসহ যেসব এলাকায় এখনো পানি বেশি রয়েছে, সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন।
পানি নামতে শুরু করলেও বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে খাবারের পাশাপাশি তীব্র পানি সঙ্কট দেখা যাচ্ছে। সেই সাথে, গরু-ছাগলসহ অন্যান্য পশু-পাখিও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।
সরকারি তথ্য মতে, গত কয়েক দিনের বন্যায় উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূ্র্বাঞ্চলের অন্তত ১১টি জেলা কবলিত হয়েছে, যাতে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম জেলার মানুষ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে বন্যায় এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় চারজন, নোয়াখালীতে তিনজন, কক্সবাজারে তিনজন, ফেনীতে একজন, লক্ষ্মীপুরে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কাপ্তাই ঘিরে উদ্বেগ
পানি ছাপিয়ে যাওয়ার উপক্রম হওয়ায় রাঙামাটিতে কাপ্তাই বাঁধের ১৬টি গেটের সবক’টি খুলে দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার পরে গেটগুলো খুলে দেয়া হয়।
তবে খুলে দেয়ার ছয় ঘণ্টা পর সবক’টি গেট আবারো বন্ধ করে দেয়া হয়। এ সময়ের মধ্যে ওই এলাকায় কোথাও প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের সকালে সাংবাদিকদের বলেন, ‘এর মাধ্যমে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে।’
এদিকে, এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যায়।
আনোয়ারুল ইসলাম নামের এক বাসিন্দা বলেন, ‘এমনেই নদীর যে অবস্থা, তার ওপর কাপ্তাই বাঁধের পানি যোগ হতে থাকলে নদীতীরের মানুষ যে ক্ষতিগ্রস্থ হবে না, সেটার গ্যারান্টি দেবে কে?’
তবে স্থানীয় জনপ্রতিনিধিরা অবশ্য বলছেন, বাঁধের পানির কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হবেন না।
কাপ্তাই উপজেলার চেয়ারম্যান মাফিজুল হক বলেন, ‘গত ৬৫ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই পানিতে বন্যার কোনো আশঙ্কা নেই। স্থানীয়দের অন্য কোনো দুর্ভোগেও পড়তে হবে না।’
ভারী বর্ষণ যেসব স্থানে
সোমবার বিকেলের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ইতোমধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যা সোমবারও অব্যাহত থাকতে পারে।’
এর মধ্যে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে মোংলায় সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান তিনি।
এর বাইরে, খুলনায় ৬১ মিলিমিটার, বরিশালে ৩৭ মিলিমিটার, কক্সবাজারে ৪১ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
আবুল কালাম মল্লিক বলেন, ‘তবে উপকূলীয় এলাকা থেকে বৃষ্টির এসব পানি যেহেতু ওপরের দিকে (উজানে) আসবে না। ফলে বন্যা পরিস্থিতির ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশা করা যায়।’
অন্যদিকে, পানি উজানে না ঢুকলেও চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘নতুন করে বেশি বৃষ্টিপাত হলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা ধীরে উন্নতি হবে। ফলে ওইসব এলাকায় বন্যার পানি তুলনামূলক কিছুটা বেশি সময় ধরে থাকতে পারে।’
এদিকে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বাইরে ঢাকাতেও বৃষ্টিপাত হতে দেখা গেছে। রোববার কুমিল্লা, ফেনীসহ দেশের আরো কয়েক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এরপর সোমবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
পানি থাকবে কত দিন?
সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার থেকে পুরোদমে পানি নামতে শুরু করবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা।
সরদার উদয় রায়হান বলেন, ‘কারণ মঙ্গলবার থেকে পরবর্তী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে।’
আকস্মিক বন্যার ক্ষেত্রে সাধারণ যেভাবে দ্রুত পানি নামতে দেখা যায়, এবার সেটি লক্ষ্য করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘এবার আমরা পানি কমার ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করছি।’
কিন্তু পানি সরতে দেরি হওয়ার কারণ কী?
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘পূর্ণিমা তিথির মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সাগরে জোয়ার আরো বেড়ে যায়। এতে নদ-নদীর পানি নিষ্কাশনের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি বাধাগ্রস্ত হয়েছে।’
এছাড়া নদীর নাব্যতা সঙ্কটকেও দায়ী করেছেন অনেকে। সব মিলিয়ে পানি সরতে দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে পানি নামতে কত দিন লাগতে পারে?
সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী আট থেকে দশ দিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে বলে আমরা আশা করছি।’
এছাড়া পানি নেমে যাওয়ার পরও দুর্গত এলাকার কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানান তিনি।
সরকারের প্রস্তুতি কেমন?
সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার ক্ষয়-ক্ষতি পূরণের পাশাপাশি রোগ-ব্যাধি মোকাবেলা করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এবারো সেটির ব্যতিক্রম হবে না বলে বেশ কিছু দিন ধরে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
এমন একটি সময় এই সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে যখন বাংলাদেশের দায়িত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন একটি সরকারের হাতে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কী পদক্ষেপ নিচ্ছেন তারা?
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান বলেন, ‘বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। কাজেই বন্যার পরে কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসে এবং সেটি কিভাবে মোকাবেলা করতে হয়, সেসব আমরা জানি। অতীত অভিজ্ঞতার সাথে এবারের ফিল্ডের অভিজ্ঞতা মিলিয়ে আমরা বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছি।’
ডায়েরিয়া, কলেরাসহ পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সমাধানে ইতোমধ্যেই প্রায় আট শ’ মেডিক্যাল টিম দুর্গত এলাকায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে সরকার।
মো: কামরুল হাসান বলেন, ‘এর বাইরে আরো কিছু টিম সামনে তাদের সাথে যুক্ত হবে। পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের ডাক্তার-নার্সরা আক্রান্তদের সেবা দেবেন।’
দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মোকাবেলায় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
মো: কামরুল হাসান বলেন, ‘আক্রান্ত জেলাগুলোর প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে।’
একই সাথে গবাদী পশু-পাখির খাবারে যেন সঙ্কট না পড়ে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আর মানুষের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, স্কুল-কলেজ ইত্যাদির ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ শুরু হয়েছে। এগুলো পুণনির্মাণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা সরকার করবে।’
বন্যা পরিস্থিতির মধ্যে শনিবার দেশের ৪০টির বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সাথে তাদেরকেও একসাথে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা