২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বন্যা পরিস্থিতি উন্নতির আভাস, নদী এখনো বিপৎসীমার ওপরে

- ছবি - বিবিসি

বাংলাদেশের বন্য দুর্গত এলাকাগুলোয় পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদিনে দেশের উজানে এবং দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

শনিবার থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

এজন্য নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে নেমে আসছে। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানির স্তর ক্রমেই নেমে আসছে।

সেইসাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর পানি নেমে আসায় ওইসব জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে।

তবে কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, ফেনী, মুহুরী এই ছয়টি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে কুমিল্লার নিকটবর্তী গোমতী নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement