২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে হরিণসহ ১৩১টি মৃত বন্যপ্রাণী উদ্ধার

রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে হরিণসহ ১৩১টি মৃত বন্যপ্রাণী উদ্ধার - সংগৃহীত

ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে ১২৭টি হরিণসহ মোট ১৩১টি মৃত বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ।

ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে শুক্রবার আরো ৩১টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এই মৃত প্রাণীগুলো উদ্ধার করে মাটিচাপা দিয়েছেন বনরক্ষীরা।

এর আগে, ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি হরিণ এবং ৪টি শূকর মৃত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ। এই নিয়ে সুন্দরবন থেকে ১২৭টি হরিণসহ মোট ১৩১টি মৃত বন্যপ্রাণী উদ্ধার করল বন বিভাগ। এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার রাতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবন পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেল বাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে ১২৭টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। চারটি মৃত বন্য শুকর পাওয়া গেছে। এগুলো মাটিচাপা দেয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল