০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডেঙ্গুর চোখ রাঙানো শুরু, একদিনে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুর চোখ রাঙানো শুরু, একদিনে ৩ জনের মৃত্যু - প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। মৃতদের তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

বুধবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১১ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ সিটি) হাসপাতালগুলোতে। এর বাইরে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ৩ এবং বরিশাল বিভাগে ৫ এবং খুলনায় ১ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জনে। তাদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১৩ দিনে ৩৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।


আরো সংবাদ



premium cement