২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার জেএন.১ ধরন : মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এনটিএসির

করোনার জেএন.১ ধরন : মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এনটিএসির - ছবি : ইউএনবি

বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন জেএন.১ এর সংক্রমণ দেখা দেয়ায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) এনটিএসির সভাপতি ড. মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে কমিটির ৬৫তম সভায় চারটি সুপারিশ করা হয়।

বৈঠকে করোনার নতুন ধরন জেএন.১ ভ্যারিয়েন্টের উত্থানের সর্বশেষ পরিস্থিতি, নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও নতুন ভ্যারিয়েন্ট এখনো শনাক্ত হয়নি বলে বৈঠকে জানানো হয়। একই সাথে বিশেষ করে হাসপাতালসহ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের মাস্ক পরাসহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় কমিটি।

এছাড়া সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে বৈশ্বিক প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে নজরদারি জোরদার এবং ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে করোনা টেস্ট ও আইসিইউসহ দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) পরামর্শ দেয়া হয়।

এছাড়া বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করারও সুপারিশ করেছে কমিটি।

বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে করোনার ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেয়া হয়েছে এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের করোনার ভ্যাকসিনের চতুর্থ ডোজ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া রোগীর কোনো উপসর্গ থাকলে অস্ত্রোপচারের আগে কোভিড পরীক্ষা করার পরামর্শও দেয়া হয় বৈঠকে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement