১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে

- ফাইল ছবি

চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত মাসেই মারা গেছে ২৫৫ জন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ১ হাজার ৮৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১। ঢাকায় ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরো সংবাদ



premium cement
আদালতে লোহার খাঁচার তথ্য জানাতে হাইকোর্ট নির্দেশ সিলেটে ডাকাতি মামলায় ৭ জনের দণ্ড মেয়েসহ বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ টিউলিপকে বরখাস্তের জন্য প্রবল চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাস্তার উন্নয়নের দাবিতে পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত মানববন্ধন জামায়াত আমিরের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির জ্বালানি তেলের বাজার, ভারতসহ ৩ দেশ বিপদে মেক্সিকোর সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চান রাষ্ট্রদূত মুশফিকুল ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

সকল