২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

৫ মাসে আক্রান্ত ১৭০৪, মৃত্যু ১৩
গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি - ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি।

তিনি বলেন, গত জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত মোট ১ হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) সচিবালয়ে করোনা টিকা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এবং আশপাশের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত এক হাজার ৭০৪ জন ডেঙ্গুরোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, আমরা যদি গত বছরের তুলনা করি, এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।

ডেঙ্গু রোধে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আমাদের হাসপাতালের পরিচালকদের সাথে ডিজির (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক) বৈঠক হয়েছে, হাসপাতালে যেন প্রস্তুতি থাকে।

এছাড়া আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে ডেঙ্গু সার্ভে, সেটি চলমান। রিপোর্ট দুই সিটি করপোরেশনকে দিয়েছি।

মন্ত্রী বলেন, হাসপাতালে যেহেতু রোগী বাড়ছে, সেহেতু এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। ডেঙ্গুরোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং আলাদা কর্নার তৈরি করা হয়েছে। বছরখানেকের মধ্যে আমরা ২ হাজার ৫০০ ডাক্তার এবং নার্সকে ট্রেনিং দিয়েছি।

তিনি বলেন, জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আছেন, ছাত্র-ছাত্রী আছেন, তাদের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে।

এছাড়া সেনাবাহিনীর সদস্যদেরও যুক্ত করা হয়েছে, যাতে তারা জনগণকে সতর্ক করতে পারে কিভাবে ডেঙ্গুরোগ থেকে বাঁচা যায়, মশার কামড় থেকে বাঁচা যায় এবং ডেঙ্গু হলে তাড়াতাড়ি চিকিৎসা নেয়া ইত্যাদি বিষয়ে।

এ বিষয়ে প্রচার-প্রচারণার জন্য পোস্টার, ব্যানার ও টিভিতে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জাহিদ মালেক।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় মিটিং আহ্বান করেছিল। সেখানে আমাদের প্রতিনিধি গেছে। জরুরি কোনো ব্যবস্থা যদি নিতে হয়, সেজন্য প্রস্তুতি আমাদের রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে, আপনারা ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিন। মানে বাসার আশপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশপাশে যদি জঙ্গল থাকে সেখানে স্প্রে করুন এবং পানি বা যদি অন্যকিছু জমে থাকে সেগুলো সরিয়ে ফেলুন।

তিনি আরো বলেন, এ কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। কেউ অসুস্থ হলে হাসপাতালে এসে তাড়াতাড়ি চিকিৎসা নেবেন। সময়মতো চিকিৎসা নিলে প্রায় সবাই ভালো হয়ে যাচ্ছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement