দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩, আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জন। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন নয়জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ২২টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ০৩ ভাগ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ ভাগ।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা