২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় আক্রান্ত ২২

- ছবি - নয়া দিগন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন দুই হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২১ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ২৪ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে এক দশমিক তিন শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান হয়েছে।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৬৭ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৬০৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১ জন। শনাক্তের হার দশমিক ৬৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭০ শতাংশ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement