০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

আল্লাহ মালিক কাজেমী - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী (৭২) মারা গেছেন। শুক্রবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (পূর্বের অ্যাপোলো হাসপাতাল) তিনি মারা যান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কাজেমী বিকাল ৫টা ৬ মিনিটে মারা যান।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা কাজেমী হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

কাজেমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় ব্যাংকে।

কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন কাজেমী। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং ২০০২ সালে ডেপুটি গভর্নর হন। ২০০৭ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

অবসর গ্রহণের পরে তিনি কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা নিযুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement