২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে : টিআইবি

-

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি প্রকটভাবে লক্ষণীয়। সোমবার অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

করোনাভাইরাসের সঙ্কট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ, এ নিয়ে টিআইবির একটি গবেষণাপত্র আজ অনলাইনে প্রকাশ করা হয়েছে।

সেই গবেষণার প্রসঙ্গ টেনে ইফতেখারুজ্জামান বলেন, করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি বিদ্যমান।

এছাড়া দীর্ঘসময় ধরে পরিকল্পনাহীনতা, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেট বরাদ্দের কারণে স্বাস্থ্য খাতের দুর্বলতা করোনাকালীন এই সঙ্কটে উন্মোচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement