০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত - সংগৃহীত

সুপার ঘূর্ণিঝড় আরো কাছে চলে আসার প্রেক্ষাপটে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় “আমফান” উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৯.৭ উওর অক্ষাংশ এবং ৮৭.৪ পূর্ব দ্রাঘিমাংশ ) অবস্হান করছে। এটি আজ সকাল ০৬ টায় (২০.০৫.২০২০) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এ দিকে কানাডা থেকে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল জানিয়েছেন, শক্তি উল্লেখযোগ্য হারে কমে আমফান ক্যাটেগরি ৩ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটারে নেমে এসেছে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে আমফানের কেন্দ্র পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ধাবিত হতে পারে।
স্থলভাগে প্রবেশের সময় আমফানের কেন্দ্রে বাতাসের গতিবেগ আরো কমে ক্যাটেগরি ২ মানের ঘূর্ণিঝড় হিসেবে উপকূলীয় এলাকায় আঘাত করবে বলে পূর্বাভাস মডেল নির্দেশ করছে। তখন হয়তো কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার থাকবে। আমফান যখন রাজশাহী জেলার ওপর দিয়ে প্রবাহিত হবে তখন এটি ক্যাটেগরি ১ মানের ঘূর্ণিঝড় হিসেবে থাকবে। তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকবে বলে আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে।


আরো সংবাদ



premium cement
রাখাইনে বিমান হামলায় নিহত ৪০ চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা নথি উদ্ধার, চা বিক্রেতা গ্রেফতার আপিল শুনানিতে নির্মমতার বর্ণনা দিয়ে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী জুলাই বিপ্লবের ঘোষণা ১৫ জানুয়ারি না-ও হতে পারে : উপদেষ্টা মাহফুজ খালেদা জিয়ার বিদেশযাত্রায় যানজটে জনভোগান্তিতে বিএনপির দুঃখ প্রকাশ চাঁদপুরে হত্যা মামলায় জেলা আ’লীগ নেতা গ্রেফতার রংপুরে সাংবাদিক সমাবেশ শনিবার বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই : পশ্চিমবঙ্গের মন্ত্রী সিরাজগঞ্জে ২৬ দিন ধরে যুবকের হদিস নেই ‘৫ আগস্টের পট-পরিবর্তনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’ ২০২৬ বিশ্বকাপই আমার শেষ : নেইমার

সকল