০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

ডেঙ্গুতে চলতি বছরের প্রথম মৃত্যু - ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে প্রথম। এ সময় ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২১৬ জন। মারা গেছেন একজন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং এক লাখ ১২ হাজার ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement