১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গু আক্রান্তে নতুন রেকর্ড, মৃত্যু ৮

- প্রতীকী ছবি

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একইসাথে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজান ৩৮৯ জন, যা এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। এর আগে গত ৫ নভেম্বর ১৩৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিলে।

রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১২, ঢাকা উত্তর সিটিতে ২০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬, খুলনা বিভাগে ১৫৯ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৯ হাজার ৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


আরো সংবাদ



premium cement
ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত নিত্যপণ্যের দাম কমাতে যথাসাধ্য চেষ্টা করছি : ড. ইউনূস মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি’ সরকারের সাথে আলোচনায় বসবেন ২৭ দেশের রাষ্ট্রদূত নবান্ন উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা ভূমিপুত্র ও দলদাস সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে : প্রধান উপদেষ্টা জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে : প্রাণি সম্পদ উপদেষ্টা ইন্দো-প্যাসিফিকে সামুদ্রিক করিডোরে স্থিতিশীলতা জোরদারের আহ্বান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের : ড. ইউনূস

সকল