২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ - ছবি : প্রতীকী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন পুরুষ এবং তিনজন নারী। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৭ জন রোগী।

আজ বৃহস্পতিবার রাতে ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ৭৭ হাজার ১২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্য থেকে সাড়ে ৭২ হাজার রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর বছর জুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৬৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement