২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮০ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯৭ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৮ হাজার ১০৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৪৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন তারা ঢাকার দুই সিটি করপোরেশনের অধিবাসী ছিলেন।

এদের মধ্যে দু’জনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement