২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১০২৯

- ছবি : প্রতীকী

২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৮ জন। আর মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ২২৫ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। এ ছাড়া বরিশাল বিভাগে মারা গেছে একজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, রংপুরে ১৯ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও সিলেট বিভাগে পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরো সংবাদ



premium cement