১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৩

- ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ জন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার এ পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে এমন রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

তাদের মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭২৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৭২ জন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement