১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কুয়েত আরো বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেবে : রাষ্ট্রদূত

উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি - ছবি : ইউএনবি

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশটির সাথে কুয়েতের সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকসহ আরো মানবসম্পদ নিয়োগ করবে কুয়েত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন এবং আগামী দিনগুলোতেও তিনি এই ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আশাবাদী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিদায়ী রাষ্ট্রদূত বলেছে, উপসাগরীয় দেশ আমিরাতে তিন লাখেরও বেশি বাংলাদেশী কাজ করেন এবং তার দেশ বাংলাদেশ থেকে আরো শরণার্থী নিয়োগ করতে আগ্রহী।

কুয়েতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশী সেনা কর্মরত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আরো চিকিৎসক, নার্স ও প্রকৌশলী নিয়োগ দিতে চাই।’

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতা বিষয়ে সহযোগিতার ওপর আলোকপাত করা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে সমর্থনের জন্য কুয়েতকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement