১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা : নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

ম্যাথিউ মিলার - ছবি - ইন্টারনেট

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জানিয়েছে, তারা পুরো বিষয়টির ওপর নজর রাখছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের হুমকি দেয়ার পরই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালায়। এবং এতে প্রায় পাঁচ শ’ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে চলমান এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

তিনি হামলায় শত শত আহত ও দু’জন শিক্ষার্থী নিহতের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য না এলেও তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন বা নিশ্চিত হয়েছেন, তা জানাননি।

মিলার আরো বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।


আরো সংবাদ



premium cement
ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা রিজওয়ানা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু তাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ আমতলীতে ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে যুবদল নেতা জখম সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা

সকল