বাংলাদেশী কর্মীদের আইনশৃঙ্খলা মেনে চলার প্রবণতা সন্তোষজনক : কাতারের শ্রমমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৪, ১১:০৯, আপডেট: ২৮ মে ২০২৪, ১১:১২
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিক আল মাররি সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় কাতারের শ্রমমন্ত্রী বলেছেন, বাংলাদেশী কর্মীদের আইনশৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে।
সোমবার (২৭ মে) কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাংলাদেশী কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতিমন্ত্রী দেশটির শ্রমমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে কাতারের শ্রমবাজার ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশের প্রতিমন্ত্রী এ বৈঠক আয়োজনের জন্য কাতার কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে গত এপ্রিল মাসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সফরের কথা উল্লেখ করেন।
কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, কাতারের আমিরের বাংলাদেশ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরো গতিশীল হবে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য, প্রকৌশল, আইটি, ব্যবসা ইত্যাদি বিষয়ে নিয়মিত দক্ষ জনবল তৈরি হচ্ছে। এর পাশাপাশি টিটিসি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে অনেক দক্ষ কর্মী গড়ে উঠছে। বাংলাদেশের এই সম্ভাবনাময় জনবল কাতারের যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
দক্ষ জনশক্তির পাশাপাশি আধা-দক্ষ ও শ্রমভিত্তিক কর্মী নেয়া অব্যাহত রাখার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশ হতে মেধা যাচাইয়ের মাধ্যমে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগের জন্যও অনুরোধ করেন।
কাতারের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ বাংলাদেশ হতে তারা জনবল নেয়া অব্যাহত রাখতে চান, তবে নির্মাণ খাত ও এ সংশ্লিষ্ট কায়্যিককর্মী-সংক্রান্ত তাদের বর্তমান চাহিদা বেশ কম। তারা বর্তমানে বাংলাদেশ হতে স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, প্রযুক্তি, ব্যবস্থাপনা ইত্যাদি খাতে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী।
প্রতিমন্ত্রী কাতারের মন্ত্রীকে বলেন, বাংলাদেশী প্রবাসীদেরকে স্থানীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে চলার জন্য দূতাবাস থেকে সবসময় সচেতন করা হয়।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় দূতাবাসের চলমান সচেতনামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
কাতারের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশী কর্মীদের আইনশৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে।
বাংলাদেশে কাতার ভিসা সেন্টারের কার্যক্রম, দীর্ঘসূত্রিতা এবং স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরলে কাতারের শ্রমমন্ত্রী কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কাতারের শ্রম মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি শেখা নাজওয়া বিনতে আব্দুর রহমান আল থানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খাইরুল আলম, দূতাবাসের মিশন উপপ্রধান মো: ওয়ালিউর রহমান, কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সেলর তনময় ইসলামসহ কাতারের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি