১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী - সংগৃহীত

মধ্যপ্রাচের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

শুক্রবার সকালে সাত দিনের সরকারি সফরে যান তিনি।

সফরে প্রতিমন্ত্রীর দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সাথে সভায় মিলিত হবেন। এছাড়াও দুবাইয়ে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সাথে সভা করার কথা রয়েছে তার।

প্রতিমন্ত্রী শনিবার ২৫ মে দুবাই দূতাবাস আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া শফিকুর রহমান ২৭ মে কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে সভা করবেন। বাংলাদেশের কর্মী ও বাংলাদেশী কমিউনিটির নেতাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

আগামী ৩০ মে প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী কমিটির সাথে সভায় মিলিত হবেন।

প্রতিমন্ত্রী তিন দেশ সফর শেষে আগামী ৩১ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement