বাংলাদেশী ফুচকাই সেরা : ডোনাল্ড লু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৪, ২২:১৪, আপডেট: ১৪ মে ২০২৪, ২২:১৬
বাংলাদেশী ফুচকার স্বাদের প্রশংসা করে একটি ছোট ভিডিও শেয়ার করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ভিডিওতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেখা গেছে।
একসাথে ফুচকার স্বাদ নিতে নিতে তাদের বলতে শোনা যায়, ‘বাংলাদেশী ফুচকাই সেরা'।
ক্ষুদ্র ভিডিওটির সাথে ট্যাগ করা একটি বার্তায় লেখা হয়েছে,‘পূর্ব বা পশ্চিম, ফুচকাই সেরা! ভাবুন তো কী রান্না হয়েছে! আমরা ফুচকা এবং ঝালমুরির সাথে স্বাদের মিশ্রণ করতে সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার সাথে দল বেঁধেছি! আপনি এই মহাকাব্যের রন্ধনসম্পর্কীয় দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত? স্নিগ্ধ শিখর উপভোগ করুন এবং পুরো ভিডিওটির জন্য আমাদের সাথে থাকুন!’
‘দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার' করতে এবং একটি উদার, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শনের জন্য মঙ্গলবার সকালে লু ঢাকায় পৌঁছান।
সূত্র : ইউএনবি