১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশে সফরে আসছেন

গতকাল বুধবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ ও ৮ এপ্রিল ঢাকা সফরে আসবেন। সফরকালে কারিগরি সহায়তা এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।’

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ২৪ সদস্যের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল আসছে। এফবিসিসিআই তাদের সাথে বৈঠক করবে। আমরা ব্রাজিল থেকে ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। এখনো দক্ষিণ আমেরিকার অনেকাংশে আমাদের পণ্য রফতানি শুরু হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাজিল একটি বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি। তাই তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বড় সুযোগ রয়েছে।’

সফরকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানায় ব্রাজিল সরকার। ব্রাজিল উভয় দেশের উন্নয়ন, সাউথ-সাউথ কো-অপারেশন (এসএসসি) এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে জোরদার হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। গত বছর বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল