ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতি ভুটানের রাজার শ্রদ্ধা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মার্চ ২০২৪, ২৩:১৬
ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এছাড়াও জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন রাজা ও রানি জেটসুন পেমা। তাদের সাথে ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।
রাজা সেখানে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।
সামাজিক মাধ্যমে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে সায়মা বলেন, ‘আমি ও আমার খালা ভুটানের রাজা ও রানিকে ধানমন্ডিতে (বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) আমাদের পারিবারিক বাড়ি দেখিয়েছি।’
তিনি আরো লিখেছেন, ‘এই বাড়ি আমার মা ও খালার জীবনে অনেক সুখের জায়গা ছিল। এটি অবশ্যই আমাদের সবচেয়ে বড় বেদনার স্থান।’
সায়মা আরো লিখেছেন, ’রাজা-রানিকে সেই চার দেয়ালের মধ্যে থাকা সমস্ত ভালোবাসার সম্পর্কে জানাতে পারা ও দেখাতে পারাটা একটি সৌভাগ্যের বিষয় ছিল।’
সূত্র : ইউএনবি