ভয়াবহ বন্যায় লিবিয়ার জনগণ ও সরকারের প্রতি মোমেনের সমবেদনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৩
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লিবিয়ার কিছু অংশে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরকে পাঠানো এক বার্তায় ড. মোমেন বলেন, ‘পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত।’
তিনি এই মর্মান্তিক ঘটনায় দুই হাজার আট শ’ জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং আরো হাজার হাজারের জন্য তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন, যারা এখনো হিসাবের বাইরে।
মোমেন বলেন, ‘এই হৃদয়বিদারক ক্ষতির মধ্য দিয়ে যাওয়া পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। বিশাল এই ধ্বংসযজ্ঞ, ব্যাপক বন্যা এবং জীবন ও অবকাঠামোর ভয়াবহ ক্ষয়ক্ষতি সত্যিই দুঃখজনক।’
বার্তায় মোমেন আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে দেশবাসীর সংহতি ও ধৈর্য এই কঠিন সময়ে বজায় থাকবে। সর্বশক্তিমান তাদের সময়টি সহ্য করার শক্তি ও সাহস এবং একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ার সহনশীলতা দিন।’
ড. মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং ভবিষ্যতের জন্য লিবিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সূত্র : ইউএনবি