থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে : থাই রাষ্ট্রদূত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৩, ১৪:৪১, আপডেট: ২৮ মে ২০২৩, ১৪:৪২
থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে উল্লেখ করেছেন থাই রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতম।
শুক্রবার এশিয়া মেডিকেয়ার গ্রুপ (এএমসি) বাংলাদেশের আয়োজনে হোটেল আমারিতে মেডিক্যাল ট্যুরিজম সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এএমসির চেয়ারম্যান মিস থানাপন ও এএমসি বাংলাদেশের ডিরেক্টর হাসিব হলি।
সেমিনারে থাইল্যান্ডের স্বনামধন্য পায়াথাই-১ হাসপাতাল তাদের বিশেষজ্ঞ ক্যান্সার ও অর্থোপেডিক চিকিৎসক টিম নিয়ে অংশগ্রহন করে।
এ সময় পায়াথাই-১ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মিস তানউইমন এবং ক্রাইনন উপস্থিত অতিথিদের ফ্রি মেডিক্যাল পরামর্শ দেন। এরপর অতিথিদের মাঝে র্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা