২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের সাথে সম্পর্ক : বাংলাদেশের অবস্থান কী?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহরিয়ার আলম - ছবি : সংগৃহীত

ইসরাইলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরাইলের ব্যাপারে তাদের বৈরী অবস্থান নমনীয় করছে।

সংযুক্ত আরব আমিরাত এখন ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে, এমন কথা শোনা যায়।

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সব মুসলিম রাষ্ট্রই এখনো জোরালো সমর্থন অব্যাহত রেখেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয় বিবেচনা করছে। সর্বশেষ সুদান থেকে এরকম কথা শোনা গেছে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনি বিরোধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র-স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই।

বাংলাদেশের এই অবস্থানে যে অদূর ভবিষ্যতেও কোনো পরিবর্তন আসবে, তেমন সম্ভাবনা একেবারেই দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, এর কারণ যতটা না আন্তর্জাতিক, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং আভ্যন্তরীণ রাজনীতি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল, তারমধ্যে ছিল ইসরাইল।

১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল।

তখন স্বাধীন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরাইলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল।

সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন।

৫০ বছর পরেও ইসরাইল প্রশ্নে বাংলাদেশের সেই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

গত পাঁচ দশকে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়িয়েছে, সেখানে ইসরাইলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিস্থিতি এখন আরো বেশি প্রতিকূল হয়ে উঠেছে বলেই মনে করেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদ বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির কারণে যেকোনো সরকারের জন্য ইসরাইলের সাথে সম্পর্ক তৈরির বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দু'টি ধারা আছে। একটি ডান এবং দক্ষিণপন্থী ধারা, আরেকটি হচ্ছে বামপন্থী ধারা- যেটি অপেক্ষাকৃত অনেক দুর্বল। দু'টো ধারাই আসলে চায় না যে বাংলাদেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক।’

‘ডান এবং দক্ষিণপন্থী যে ধারা, তারা চাচ্ছে না, যেহেতু ইসরাইলে ৭০ শতাংশের বেশি ইহুদী জনগোষ্ঠী। সুতরাং এখানে একটি ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে তারা ইসরাইলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চায় না।’

তিনি বলছেন, ‘অন্যদিকে যারা বামপন্থী ধারা বা এর সাথে যদি আমরা মধ্যপন্থী ধারা ধরি, তাদের অবস্থানের পিছনে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক। আর এই রাজনৈতিক কারণটা হচ্ছে, প্যালেস্টাইনকে ইসরাইলের স্বীকৃতি না দেয়া এবং তারা মনে করছে, ইসরাইল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।’

‘এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ইসরাইল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে বামপন্থীরা এবং যারা সেক্যুলার রাজনীতি করে বাংলাদেশে তারাও চায় না যে এধরণের একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ কোনো সম্পর্ক স্থাপন করুক। সমস্ত কিছু মিলে যে যেই রাজনৈতিক বৃত্তেই অবস্থান করুক না কেন, কোনো সরকারই বাংলাদেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষেপিয়ে ইসরাইলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এ ধারা এখনো অব্যাহত আছে।’

ইসরাইল ছাড়া যেকোনো দেশে যেতে পারে বাংলাদেশিরা
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের একটি দেশেই যাওয়া নিষেধ, সেটি ইসরাইল। পাসপোর্টে সেটি স্পষ্ট করে লেখা আছে।

সত্তরের শেষে এবং আশির দশকে বাংলাদেশের অনেক তরুণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল।

সে সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা।

বাংলাদেশের মানুষের মাঝে ইসরাইলবিরোধী আবেগ খুবই জোরালো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনো ঐকমত্য না হলে একক কোনো নেতৃত্ব ইসরাইলের সাথে কোনো সম্পর্ক করতে চাইলে সেই নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

‘আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে প্যালেস্টাইনের প্রতি। সেজন্য আমি মনে করি, ইসরাইলের সাথে কিছু করতে হলে একটা জাতীয় ঐকমত্য দরকার। আর কোনো একক নেতৃত্ব যখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু সেই নেতৃত্বের জন্য দেশের অভ্যন্তরে খারাপ হতে পারে।’

ইসরাইল ইস্যুতে কেন একাট্টা আওয়ামী লীগ, বিএনপি?
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখনো ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

‘বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যহিত পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কারভাবেই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে একথাটি বলেছেন যে, আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে আছি, আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরাইলের সম্পর্কবিহীন যে পথচলা, সেটা অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে।

এই দুই প্রধান দলের বাইরে রয়েছে অনেক ইসলামপন্থী দল, যারা বিভিন্ন ধারায় বিভক্ত।

তবে ইসরাইল ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন বামপন্থী দল বা এই ইসলামপন্থীদের অবস্থানে কোনো পার্থক্য নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো দলই ইসরাইলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন।

‘প্যালেস্টাইনকে নিয়ে বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে, প্যালেস্টাইনের যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম, তাকে বাংলাদেশের সব রাজনৈতিক দল সব সময়ই সমর্থন করে এসেছে। সেখানে ইসরাইলের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে সব দলই সব সময় নিন্দা জানিয়েছে। এখানে কোনো দল বা কোনো সরকার আলাদা কোনো অবস্থান নেয়নি।’

মুসলিম বিশ্বের অবস্থান পরিবর্তন
কিন্তু মুসলিম বিশ্বে ইসরাইল ইস্যুতে অবস্থানের পরিবর্তন এখন দৃশ্যমান হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত কয়েকদিন আগে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এবং আগামী মঙ্গলবার তাদের একটি চুক্তি করারও কথা রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরাইলের সাথে গোপন সম্পর্ক নিয়ে এগুচ্ছে। জর্ডান এবং মিসরের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে।

সুদানসহ মুসলিম কয়েকটি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক করার কথা বলেছে।

কিন্তু এর কারণ কী- এই প্রশ্নে আমেরিকান পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে এবং ইরানের বিরোধিতা থেকে অনেক আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করছে।

‘নতুন মেরুকরণের বেশ অনেকগুলো কারণ রয়েছে। এর অন্যতম একটা বিষয় রয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার যেহেতু ইসরাইলের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এবং অন্য রকম একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুসালেমে নিয়েছেন।’

‘ট্রাম্প কিন্তু দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরাইলের একটা সম্পর্ক তৈরি চেষ্টা চালাচ্ছিলেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের মধ্যে এই উপলব্ধি এসেছে যে, প্যালেস্টাইনের সংকটের বোধহয় আশু কোনো সমাধান হচ্ছে না। এবং যেহেতু ইসরাইলের পক্ষ থেকেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে দীর্ঘদিনের চেষ্টা রয়েছে।’

‘সুতরাং নানাবিধ সমীকরণের ফলে কোনো কোনো রাষ্ট্র এই সিদ্ধান্তে চলে এসেছে যে, প্যালেস্টাইনকে পাশ কাটিয়ে হলেও যদি আজকে ইসরাইলের সাথে কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোও নানাভাবে উপকৃত হবে।’

তিনি বলছেন, ‘আরেকটি বিষয়টি হচ্ছে, ইরানের একটি জোরালো ভূমিকা রয়েছে ইসরাইলের বিরুদ্ধে। ফলে সৌদি আরব এবং আরব আমিরাতসহ যে রাষ্ট্রগুলো নিজেদেরকে আঞ্চলিক রাজনীতিতে ইরান বিরোধী অবস্থানে রেখেছে, তারা মনে করে ইসরাইলের সাথে যদি তাদের ঘনিষ্ট সম্পর্ক থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানো সম্ভব হবে।’

দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ, পাকিস্তানের অনড় অবস্থান
দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো ইসরাইলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক করছে।

প্রতিবেশি দেশ ভারতের পক্ষ থেকে ইসরাইলের সাথে সম্পর্ক ঘনিষ্ট করার বিষয়টি দৃশ্যমান হচ্ছে।

ইসরাইলের বর্তমান রাজধানী জেরুসালেম থেকে ভারতীয় একজন সাংবাদিক হারিন্দার মিশ্র বলেছেন, ইসরাইল বাংলাদেশের স্বীকৃতি পেলে গুরুত্বের সাথে স্বাগত জানাবে।

তিনি উল্লেখ করেছেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করছে এবং দু'দিন আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে হারিন্দার মিশ্র উপস্থিত ছিলেন।

‘একটা প্রেস কনফারেন্স হয়েছিল। তাতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর জেনারেল সাংবাদিকদের সাথে কথা বলেন। এটি ছিল মূলত এশিয়ার দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক নিয়ে। সাংবাদিকরা দক্ষিণ এশিয়া সম্পর্কে ইসরাইলের অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে ইসরাইলের ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইল সবার সাথে সম্পর্ক করতে চায় এবং সবার সাথে সম্পর্ক স্থাপনের একটা চেষ্টাও হচ্ছে।’

বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন, যে আরব দেশগুলো ইসরাইলের সাথে সম্পর্ক করছে, সেই দেশগুলোতে রাজতন্ত্র বা একক শাসন থাকায় জনগণের মতামত উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। সেটা বাংলাদেশে সম্ভব হবে না।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান বলেছেন, ফিলিস্তিন ইস্যুকে এড়িয়ে বাংলাদেশ ইসরাইলের সাথে যাবে না বলে তিনি মনে করেন।

‘যদিও এখন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সম্পর্ক করছে। কিন্তু এই সম্পর্কের ব্যাপারে আরব দেশগুলোতে কতটা জনসমর্থন আছে? কারণ সরকারগুলো তো সম্পর্ক করতে পারে। কিন্তু আরব দেশগুলোর জনগণ তো এতদিন প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে ছিল। অতএব বাংলাদেশের পক্ষে এখনই আগ বাড়িয়ে এটার মধ্যে যাওয়ার তো প্রশ্ন আসে না।’

ইসরাইলের লাভ হবে কতটা?
কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে ইসরাইল কী অর্জন করতে চায়- এমন প্রশ্নে হারিন্দার মিশ্র বলছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের স্বীকৃতি পেলে তা ইসরাইলের বৈধতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি মাত্রা যুক্ত হবে। এছাড়া অর্থনৈতিক চিন্তাও থাকতে পারে বলে তার ধারণা।

‘বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। যদি সম্পর্ক প্রতিষ্ঠা হয়, তাহলে ইসরাইল একটা লেজিটেমিসি পাচ্ছে। এটা বড় বিষয়। এছাড়া এখানকার মানুষ খুব ভালোভাবে জানে যে, বাংলাদেশ একটা ম্যানুফ্যাচারিং দেশ হিসাবে ইমার্জ করেছে। সেখানে বিদেশি অনেক কোম্পানি যাচ্ছে। লেবার কস্ট কম আছে। হয়তো ইসরাইল সেখানে বেনিফিট পেতে পারে। ইসরাইল অর্থনৈতিক এবং বাণিজ্যিক লাভের দিকটাও দেখছে।’

ঢাকায় বিশ্লেষকরা বলেছেন, ইসরাইল প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত। কিন্তু বাংলাদেশ বিকল্প অনেক দেশ থেকেই প্রযুক্তিগত সহযোগিতা নিচ্ছে। ফলে ইসরাইলের সাথে বাংলাদেশের সম্পর্ক করার প্রয়োজন বা তাগিদ নেই বলে মনে করেন অধ্যাপক লাইলফার ইয়াসমিন।

যদিও বিভিন্ন আরব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে বলেছে যে, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সমর্থন থেকে তারা সরে আসছে না।

কিন্তু ইসরাইল ইস্যুতে এই দেশগুলোর অবস্থানকে বাংলাদেশ বিবেচনায় নিচ্ছে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ফিলিস্তিনিদের দাবি এড়িয়ে বাংলাদেশ আপস করতে পারে না।

‘অন্য দেশ বা অন্য আরেকটি মুসলিম দেশ ইসরাইলের সাথে কি করছে-এর আগেও হয়েছে, আমরা দেখেছি জর্ডানে ইসরাইলের দূতাবাস আছে। এবং একাধিক মুসলিম রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আছে। আমরা যতটুকু জেনেছি বা বলা হয়েছে আমাদের, যে এই প্রক্রিয়া ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহায়তা করতে পারে। ওই মুসলিম রাষ্ট্রগুলো এটা বলছে। এটা কতটুকু বিশ্বাসযোগ্য-সেটা আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু বিষয়টি হলো এটা তৃতীয় আরেকটি রাষ্ট্রের বিষয়। কিন্তু বাংলাদেশের অবস্থানে এখানে কোনো পরিবর্তন নেই।’

বিএনপি নেতা মির্জা ফখরুলও বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরাইলের সাথে সম্পর্ক করতে গিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে আর গুরুত্ব দিচ্ছে কিনা- সেই প্রশ্ন থেকে যায়।

‘এখন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, এটা কি আসলে প্যালেস্টানের জনগণের মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সেভাবে দেখা হচ্ছে? এই প্রশ্ন থেকে যায়।’

বিশ্লেষকরা বলেছেন, যদিও গত কয়েক বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে ইসরাইলের স্থাপনা নির্মাণ এবং জেরুসালেমকে রাজধানী করাসহ বিভিন্ন পদক্ষেপ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক গড়া নিয়েও বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে অতীতের মতো আলোচনা বা প্রতিবাদ নেই।

কিন্তু এরপরও সার্বিক জনমত এবং ইসলামপন্থী দলগুলোসহ সব রাজনৈতিক দলের অবস্থানের কারণেই বাংলাদেশের কোনো দল বা সরকার ইসরাইলের সাথে কোনো রকম সম্পর্ক করবে না বলে বিশ্লেষকরা মনে করেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement