রিভা গাঙ্গুলি চার মাসেও সাক্ষাৎ পাননি প্রধানমন্ত্রীর
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৭ জুলাই ২০২০, ০৯:২০
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ গত চার মাস ধরে চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি। ২০১৯ সালে আওয়ামী লীগ পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ভারতীয় অর্থায়নে বাংলাদেশে নেয়া সব প্রকল্প ঝিমিয়ে পড়ে। অন্য দিকে অবকাঠামো খাতে চীনের প্রকল্পগুলো ঢাকার সমর্থন আরো বেশি করে পাচ্ছে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ সব তথ্য দেয়া হয়েছে। গত সোমবার কল্লোল ভট্টাচার্যের এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, ভারতের উদ্বেগ সত্ত্বেও সিলেট এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণের কাজ চীনকে দিয়েছে বাংলাদেশ। বিমানবন্দরটিতে নতুন টার্মিনাল নির্মাণের কাজ পেয়েছে বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ (বিইউসিজি)। বিমানবন্দরটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সংলগ্ন হওয়ায় এটি স্পর্শকাতর বিবেচনা করছে দিল্লি।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে রিভা গাঙ্গুলি দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তা পাওয়া যায়নি। ঢাকায় ভারতীয় হাইকমিশন বা দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র দফতর এ সংক্রান্ত দ্য হিন্দুর প্রশ্নের জবাব দেয়নি। ভারতীয় হাইকমিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, রিভা গাঙ্গুলি দাশ একটি সফরে ঢাকার বাইরে রয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্র দফতরের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিবেন। এ জন্য গত ১৪ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
এতে বলা হয়, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব (সংশোধিত) আইন নিয়ে বাংলাদেশের সাথে টানাপড়েন সৃষ্টি হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উচ্চ পর্যায়ের অনেক নেতা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশীদের ক্রমবর্ধমান মৃত্যু নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সোচ্চার হয়ে উঠেছে। ঢাকায় পাকিস্তান ও চীনের স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপগুলো বাংলাদেশের সাথে ভারতের সৃষ্ট এই দূরত্বকে সুযোগ হিসেবে দেখছে ।