হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় মালয়েশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ এপ্রিল ২০২০, ২২:২৭
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেটের কার্যকারিতা আছে বলে ধারণা করা হয়।
এই ওষুধ মূলত ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। কোভিড-১৯ চিকিৎসায় অন্য কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়ায় অনেক দেশ বিকল্প হিসাবে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট ব্যবহার করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাাসন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় এর কার্যকারিতা সম্পর্কে এখনো নিশ্চিত করেনি।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কাছে লেখা চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেইন হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। ট্যাবলেটটি মালয়েশিয়ায় করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
চিঠিতে হিসামুদ্দিন তুন হুসেইন বলেন, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার সরকার।
এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা দেয়ার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা