ঢাকায় পাকিস্তান দিবস উদযাপিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মার্চ ২০২০, ২০:০৮
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন অনাড়ম্বরভাবে পাকিস্তান দিবস উদযাপন করেছে। পাকিস্তানের সংবিধান অনুমোদনের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে এই দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানি কূটনীতিকগণ। অনুষ্ঠানে হাইকমিশনার এইচ. ই. ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনকালে দেশটির জাতীয় সংগীত বাজানো হয় এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার পাকিস্তান দিবসের এই শুভক্ষণে পাকিস্তানিদের অভিনন্দন জানান। তিনি দেশটির জাতির পিতা ক্বাইদ আযম মুহাম্মদ আলী জিন্নাহর উত্থাপিত ‘নিষ্ঠা, ঐক্য ও শৃঙ্খলা’ নীতি অনুসরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ২৩শে মার্চ আমাদের প্রিয় দেশকে সেবা করার দৃঢ় সংকল্প পুর্ণব্যাক্ত ও পুনর্সজ্জনের দিন। বিজ্ঞপ্তি