২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে দক্ষ মানবসম্পদ জরুরি

- ছবি : বাসস

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে ইউএইসহ বিশ্বের অন্যান্য দেশের বিনিয়োগ প্রাপ্তি বাংলাদেশের জন্য আরো সহজতর হবে।

সম্প্রতি ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে আবুধাবি চেম্বারের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহমিজ আলী আল দাহিরি এসব কথা বলেন।

‘আবুধাবি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ’ শীর্ষক বাণিজ্য আলোচনা সভায় ইউএই’র পক্ষ হতে বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়ে শাহমিজ আলী আল দাহিরি বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত নিজেদের বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সাফল্য দেখিয়েছে। আবুধাবি স্কুল অব ম্যানেজমেন্ট’র সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ডিসিসিআই’র ২৯ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্যে আবুধাবি চেম্বার এ সভার আয়োজন করে।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ জানান, বাংলাদেশের এসএমইখাতের অন্যতম বৃহত্তম বাণিজ্য সংগঠন হিসেবে ডিসিসিআই গত ছয় দশক যাবত স্থানীয় ও বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ ছিল যথাক্রমে এক হাজার ৩৫২ দশমিক নয় মিলিয়ন ও ৪০২ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি ইউএই’র উদ্যোক্তারা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও লজিস্টিক, তথ্য-প্রযুক্তি, পর্যটন ও স্বাস্থ্যসেবা প্রভৃতি খাতে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানান। বাংলাদেশ হতে তথ্য-প্রযুক্তি, টেক্সটাইল ও প্রকৌশল শিল্পে দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি কৃষিজাত পণ্য, তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ প্রভৃতি পণ্য আমাদানির ওপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি।

তাসকীন আহমেদ আরো বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে ‘ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট (ডিবিআই)’ এবং আবুধাবি স্কুল অব বিজনেস একসাথে কাজ করার আহ্বান জানান।’

সভায় আবুধাবির বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের হেড অব ইনভেস্টর এনগেইজমেন্ট ওমর আল হোসাইনী। অপরদিকে ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি রিজওয়ান রাহমান বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার ওপর তথ্য-চিত্র উপস্থাপন করেন।

ওমর আল হোসাইনী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত পণ্য উৎপাদান ও রফতানি এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউএই সরকার বিদেশী বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগে শতভাগ মালিকানা ও শুল্ক মুক্ত সুবিধা প্রদান করছে এবং এখানকার বিনিয়োগের ইকো-সিস্টেমের সুযোগ কাজে লাগিয়ে, বাংলাদেশের বিনিয়োগকারীরা তার দেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে।’

রিজওয়ান রাহমান বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণে দু’দেশের উদ্যোক্তাদের আরো সম্পৃক্তকরণ জরুরি। সেইসাথে বাংলাদেশের অবকাঠামো, লজিস্টিক, স্থল ও সমুদ্রবন্দর সমূহের সেবা উন্নয়ন, টেকসই জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য আবুধাবির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement