২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মালদ্বীপের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ড. ইউনূস

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন - ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. ইউনূস মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে- ‘বাংলাদেশে তার দায়িত্ব পালনের সময়ে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’

মঙ্গলবার মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

একইসাথে তিনি মালদ্বীপে আরো বেশি বাংলাদেশী কর্মী নিয়োগের আহ্বান জানান।

মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্র নেই এমন বাংলাদেশীদের বৈধ কাগজপত্র প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বর্তমানে মালদ্বীপে বাংলাদেশী অভিবাসীরা মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কর্মরত রয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী চিকিৎসকও মালদ্বীপে কর্মরত আছেন।

মালদ্বীপের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে মেডিক্যালে অধ্যয়ন করছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশ আরো বেশি মালদ্বীপের শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত’।

হাই কমিশনার শিউনীন রশিদ জানান, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমাদের আমদানি বেড়েছে, বিশেষ করে ওষুধ শিল্পে,’ এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে- মালদ্বীপের উন্নয়ন পরিকল্পনা দুই দেশের মধ্যে সহযোগিতার আরো ক্ষেত্র তৈরি করবে।

তিনি আরো উল্লেখ করেন, কিছু বাংলাদেশী কোম্পানি ইতোমধ্যে মালদ্বীপে তাদের ব্যবসা চালু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশী পর্যটকদের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে মালদ্বীপের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা জলবায়ু কার্যক্রমে আপনাদের প্রতিশ্রুতি দেখে অনুপ্রাণিত। মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সাথে সহযোগিতা চালিয়ে যেতে চায়।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement