২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন - ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন সোমবার বলেছেন, দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে যে- ভারত বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

রোববার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য উৎসবে জয়শঙ্কর বলেছেন, ভারতের সাথে কেমন সম্পর্ক চায় বাংলাদেশকে সে সিদ্ধান্ত নিতে হবে।

তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তিনি (জয়শঙ্কর) উল্লেখ করেছেন যে- ভারতের সাথে কেমন সম্পর্ক চায় বাংলাদেশকে সে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই, বাংলাদেশ তার অবস্থান নির্ধারণ করবে। তবে একই সাথে, ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে যে- তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। এটি একটি পারস্পরিক বিষয় এবং একথা বলায় কোনো ভুল নেই।’

পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে একটি ভাল কার্যকরী সম্পর্কের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা আরো বলেন, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্পষ্ট অবস্থান রয়েছে।

তিনি বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে একটি সম্পর্ক চাই এবং আমাদের অবস্থানে কোনো অস্পষ্টতা নেই।’

তৌহিদ হোসেন ভারতে অবস্থানকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার মন্তব্য ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষতি করেছে।

তিনি বলেছেন, ‘আমরা সম্পর্ক উন্নত করতে চাইলেও ভারতীয় আতিথেয়তা উপভোগ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য দেয়া কেবল উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। এটি সর্বজনস্বীকৃত যে- তার মন্তব্য আগুনে ঘি ঢালছে।’

ভারতীয় ভিসা ইস্যুতে হোসেন বলেন, ভিসা দেয়া বা না দেয়া ভারতের এখতিয়ার।

তবে, তিনি জোর দিয়ে বলেছেন, যদি বাংলাদেশীরা ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হয়, তাহলে বিকল্প সমাধান অনুসন্ধান করতে হবে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব সাজেক পর্যটন কেন্দ্রে আগুন : ১৩০টির বেশি রিসোর্ট, কটেজ ও দোকান পুড়ে ছাই তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল ইসলামী সলিডারিটি গেমস ৭-২১ নভেম্বর সাবিনারা আর ফিরবে কি ক্যাম্পে? ডিএমপির সাবেক যুগ্মকমিশনার বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত গাজীপুরে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে ককটেল হামলা কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার বিএনসিসির বার্ষিক সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন সেনাপ্রধান কুর্স্কের বাসিন্দাদের সরিয়ে নিতে ইউক্রেনের সাথে ‘চুক্তি’ হয়েছে : রাশিয়া

সকল