২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বাংলাদেশে এমন একটি ফার্ম ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যেখানে মাত্র দু’জন কর্মী : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করতে এমন একটি ফার্মকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছে, যেখানে মাত্র দু’জন কর্মী কাজ করেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি এ কথা জানান। এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানে সেই অর্থ গেছে, যেটির নাম কেউ কখনো শোনেনি আর সেখানে কাজ করেন মাত্র দু’জন কর্মী।’

‘আপনি কি ভাবতে পারেন, আপনার একটি ছোট্ট ফার্ম আছে, আপনি এখানে ১০ হাজার ডলার পান, সেখানে ১০ হাজার ডলার পান, তারপর যুক্তরাষ্ট্র থেকে ২৯ মিলিয়ন ডলার পেলেন। সেই ফার্মে মাত্র দু’জন কাজ করেন, মাত্র দু’জন, আমি মনে করি, তারা খুবই সুখি, তারা খুবই ধনী,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিদ্রূপ করে ট্রাম্প আরো বলেন, ‘তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে- মহাপ্রতারক (গ্রেট স্ক্যামারস) হিসেবে!’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দফতর ‘ডিওজিই’ চালু করেন ট্রাম্প। এই দফতরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এ দুই প্রকল্পসহ মোট ১৭টি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘২১ মিলিয়ন ডলার দেয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। আমাদের কী হবে! আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক।’

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল দুটি প্রকল্পের জন্য ৩৯ মিলিয়ন ডলার পেয়েছে। এর মধ্যে জীববৈচিত্র্যের জন্য নেপাল পেয়েছে ১৯ মিলিয়ন ডলার। এছাড়া সার্বিয়া, মলদোভাসহ আরো কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement