২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ জাপানের

- ছবি : বাসস

বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশী প্রতিনিধিদলের সাথে ওসাকার শীর্ষস্থানীয় জাপানি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের বৈঠককালে তারা এ কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানিয়েছে, বাংলাদেশী প্রতিনিধিদল জাপানের ডাইকিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শোজি উহোরার সাথে বৈঠক করেন। দেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদল জাপান সফর করছে।

প্রতিনিধিদলে বিডার মহাপরিচালক, বিডার ব্যবসা উন্নয়ন প্রধান, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করা।

উল্লেখ্য, জাপানে ডাইকিন এয়ার কন্ডিশনিং, অটোমোটিভ পণ্য ও সেমিকন্ডাক্টর শিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বৈঠকে তারা বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ প্রতিনিধিদল ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) চেয়ারম্যান মোইশিমা হিরোমিতসু এবং জাপানের বৃহৎ প্রতিষ্ঠান টেক্সটাইল, যন্ত্রপাতি, ধাতু ও খাদ্য খাতে অন্যতম বিনিয়োগকারী ইতোচু করপোরেশনের অ্যাম্বাসাডর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসাহিরো ইমাইয়ের সাথে আলোচনা করেন।

ওসিসিআই’র চেয়ারম্যান মোইশিমা হিরোমিতসুর সাথে বৈঠকের সময় জাপানের ইলেকট্রনিক্স, ধাতু, উৎপাদন, টেক্সটাইল ও আইটি শিল্পের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তারা পারস্পারিক ব্যবসায়িক সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ বিষয়ক আলোচনা করেন।

এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানাতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘বৈঠকগুলো বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পথ সুগম করবে।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-ইউক্রেন বাক যুদ্ধের জেরে দুই দেশের সংবাদ সম্মেলন বাতিল আমরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির চলন্তিকায় নিজ নামে প্রকাশিত বইয়ে অটোগ্রাফ দিলেন আমিনুল হক মোহামেডান, ফর্টিস ও পুলিশ জয়ী সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুই থানার ঠেলাঠেলিতে বাস ডাকাতির ৩ দিন পর মামলা, ওসি প্রত্যাহার দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন রমজানে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না : জ্বালানি উপদেষ্টা এবার বেনাপোল সীমান্তে হলো না বাংলাদেশ-ভারত মিলনমেলা খিলগাঁওয়ে স’মিলের আগুন ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট জুলাই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : আবদুল হাই শিকদার

সকল