১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা

ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে বিদায়ী সাক্ষাত করেন - ছবি : বাসস

বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, ‘ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরো সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাতে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশী জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।’

এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।’

সাক্ষাতে এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য সার্ক ও বিমসটেকের মাধ্যমে ব্যাপক আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

বাসস


আরো সংবাদ



premium cement

সকল