বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691820_131.jpg)
বাংলাদেশ ও ভিয়েতনাম ঢাকা এবং হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের মাধ্যমে বিমান যোগাযোগ স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেছে।
মঙ্গলবার রাজধানীতে সিএএবি সদর দফতরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়ার সাথে বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত এনগুয়েন মান চুয়োংয়ের সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তারা গ্রাউন্ড সার্ভিস এগ্রিমেন্ট এবং বিমান চলাচল সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
উভয় পক্ষ বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা করেছে।
বৈঠকে ভিয়েতনাম দূতাবাসের এবং ভিয়েতনাম এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস