০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানাল ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্বে দিয়েছেন, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই তলবের ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জয়সওয়াল ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করে ভারত। সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে।

‘তবে, দুঃখজনকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমাদের দায়ী করে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশ কর্তৃপক্ষ, যাতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের এসব বক্তব্যই পরিস্থিতি ক্রমশ নেতিবাচক হওয়ার জন্য দায়ী,’ বলেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন। সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ভালো কিছু বয়ে আনবে না।’

রণধীর জয়সওয়াল আরো বলেন, ‘পারস্পরিক ভালো হয়, এমন সম্পর্কের জন্য যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই সময় বাংলাদেশ পরিস্থিতির অবনতি না ঘটিয়ে একই রকম প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement