০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান

বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান - ছবি : সংগৃহীত

বাংলাদেশের বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৪ কোটি ৮৭ লাখ টাকা অথবা ৫ দশমিক ৪৫ মিলিয়ন ডলার) অনুদান দেবে জাপান।

সোমবার এই বিষয়ে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান সরকারের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদফতর বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন বসানো হবে।

দ্বিপক্ষীয় পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। সহজ শর্তে ঋণের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে জাপান।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজারে যুবলীগ নেতা আটক যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন জনগণই তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার মেডিক্যালে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত জানুয়ারিতে ৪৪৩ কোটি ডলারের পণ্য রফতানি ফিলিস্তিনি যে শিশুর আকুতি নাড়া দিয়েছে বিশ্ব বিবেক বাণিজ্য মেলায় স্টল ক্যাটাগরিতে ১ম হয়েছে হেলাল এন্ড ব্রাদার্স

সকল