২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড

- ছবি : ইউএনবি

বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়’ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সুইজারল্যান্ডের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর ও সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের (এফডিএফএ) প্রধান ইগনাজিও ক্যাসিস।

এফডিএফএ প্রধান দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভার ফাঁকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

নোবেল বিজয়ী ড. ইউনূসের সাথে বৈঠকের পর তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত এবং এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে বাংলাদেশকে সুইজারল্যান্ডের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি।’

ক্যাসিস বলেন, ‘সুইজারল্যান্ড এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্যাসিস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তার উপস্থিতির সুযোগ নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক আচিম স্টেইনারের সাথে আলোচনা করেছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৫ সভায় ক্যাসিস ইউরোপীয় নীতি এবং ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর বিশেষ জোর দিয়েছেন।

সুইজারল্যান্ড যখন ২০২৬ সালে ওএসসিইর সভাপতিত্ব করার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে নিরাপত্তা ও সহযোগিতা সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন তিনি।

দাভোসে অবস্থানকালে এফডিএফএর প্রধান বর্তমানে সুইস বৈদেশিক নীতির আগ্রহের মূল বিষয়গুলোতে একাধিক দ্বিপক্ষীয় আলোচনা করেছেন।

ক্যাসিসের কর্মসূচিতে ইইউ কমিশনার মারোস শেফকোভিচের সাথে আলোচনা করেছেন। এ সময় উভয়েই সুইজারল্যান্ড এবং ইইউর মধ্যে আলোচনার বাস্তব সমাপ্তিকে স্বাগত জানান।

তারা আলোচনার প্যাকেজ কার্যকর না হওয়া পর্যন্ত সময়সূচি এবং সংশ্লিষ্ট পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।

চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি এবং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিনের সাথে আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ও আলোচ্যসূচিতে ছিল।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement