দাভোসে দ্বিতীয় দিনে ১৪ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সাথে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। এদিন অন্তত ১৪টি বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার ইউএনবিকে জানান, ড. ইউনূসের সাথে জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান ও ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্কস বিষয়ক মন্ত্রী ভল্ফগ্যাং স্মিডের সাথে প্রথম বৈঠক করেন।
ডব্লিউইএফের বার্ষিক সভার ফাঁকে অনুষ্ঠিত এ সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, সচিব (পশ্চিম) এম রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপপ্রেস সচিব আজাদ বলেন, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সাথেও পৃথক বৈঠক করেন।
বুধবার ড. ইউনূসের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে বৈঠক।
ড. ইউনূস মঙ্গলবার বিকেলে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন এবং সেখানে পৌঁছানোর পর থেকে বিশ্ব নেতৃবৃন্দের সাথে ছয়টি বৈঠক করেছেন।
এর আগে জেনেভায় জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সচিব (পশ্চিম) এম রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ।
২০২৫ সালের বার্ষিক সম্মেলন বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের জড়ো করেছে।
এর মধ্যে রয়েছে ভূ-রাজনৈতিক ধাক্কা মোকাবেলায় সাড়া দেয়া, জীবনযাত্রার মান উন্নয়নে প্রবৃদ্ধিকে চাঙা করা এবং ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তর পরিচালনা করা।
'কলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ' প্রতিপাদ্যের এই বছরের সম্মেলনটি আহ্বান করা হয়েছে এবং প্রোগ্রামটি পাঁচটি বিষয়ে স্বতন্ত্র তবে অত্যন্ত আন্তঃসংযুক্ত ধারণাগত অগ্রাধিকারের উপর ভিত্তি করে পরিচালিত।
বৈঠকে ১৩০টিরও বেশি দেশের প্রায় তিন হাজার নেতা এবং ৬০টি গুরুত্বপূর্ণ অঞ্চলের ৬০টি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৩৫০ জন সরকার প্রধান একত্রিত হবেন।
সূত্র : ইউএনবি