২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত - ছবি : সংগৃহীত

বাংলাদেশে রাশিয়ার নব-নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সমর্থন, সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের সাথে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিনের সাথে পৃথক বৈঠকে রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত খোজিন ভারত, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার দায়িত্ব পালনের পর বাংলাদেশে আসার জন্য আনন্দ প্রকাশ করেন।

খোজিন বলেন, আমি বাংলাদেশে এসে খুবই অভিভূত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারা সম্মানের বিষয়।

ঢাকায় পৌঁছানোর পরপরই রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

খোজিন খাদ্য নিরাপত্তা, কৃষি এবং জাহাজ নির্মাণসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোর ওপরও জোর দেন।

তিনি রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগের জন্য বাংলাদেশী কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

খোজিন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল