২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস - ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

এ সময় রাষ্ট্রদূত সিম্পসন গত জুলাই ও আগস্ট মাসের অবিস্মরণীয় ঘটনার স্মৃতিচারণ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘এটি এক আবেগময় ঘটনা। আমরা এই যাত্রায় বাংলাদেশের মানুষের সাথে ছিলাম।’

তিনি বাংলাদেশের মানুষকে ‘খুবই উদার ও অতিথিপরায়ণ’ অভিহিত করে বাংলাদেশে কাটানো তার চার বছরের সময়কে দারুণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে চলতি বছরের আগস্ট মাসে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা জানান, ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে নিযুক্ত অন্য রাষ্ট্রদূতদেরও সরকার আমন্ত্রণ জানাবে।

অধ্যাপক ইউনূস বলেন, তিনি একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন। এ কমিশন প্রধান প্রধান সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে।

সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং সরকার গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল