কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ইউরোপের দেশ কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক (আরএমজি) এবং আন্তর্জাতিক মানের ওষুধ পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দু’দেশের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কসোভোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কসোভো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন।
ইউক্রেন সঙ্কট সম্পর্কে তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। যুদ্ধের অবসান ঘটাতে সংঘাতে জড়িত সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সারওয়ার আলম জানান, ঢাকায় কসোভোর কূটনৈতিক মিশন খোলার জন্য কসোভো সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, শুরু থেকেই বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক দু’ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিয়োগের জন্য কসোভো প্রজাতন্ত্রের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তিনি রাষ্ট্রপতিকে জানান, কসোভো সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের সেখানে পড়াশোনার আরো সুযোগ দিতে আগ্রহী।
এর আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
অনুষ্ঠানে বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস