১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

বাংলাদেশে ‘নির্বাচিত সরকার’ এলেই সম্পর্ক স্বাভাবিক হবে : ভারতীয় সেনাপ্রধান

দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী - ছবি : বিবিসি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন এখানে ‘নির্বাচিত সরকার’ ক্ষমতায় আসবে।

সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যদি আপনারা (দুই দেশের) সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে।’

বাংলাদেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, ‘আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা (‘ভালনারেবিলিটি’) নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সাথেও নিয়মিত যোগাযোগ আছে।’

ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে তার যোগাযোগ ছিল।

তিনি বলেন, ‘বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখনো আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্র্যাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন। তখন থেকে আজ পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধানের দেয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরো বলেন, ‘উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসাথেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে – যেকোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের অফিসাররাও এনডিসি’র জন্য যথারীতি সেখানে গেছেন, ওদিক থেকে কোনো সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল, সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেয়া হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
পুলিশের ঘুষ নেয়ার অভিযোগ ৩১ শতাংশ শিক্ষার্থীর, ভোগান্তির শিকার ৩৭ শতাংশ আশুলিয়ায় বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার সময় ভাইসহ আটক ইবনে সিনা ট্রাস্ট ও বেপজার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে সংঘর্ষে জড়ানো ৬৩ আইনজীবীর জামিন ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্কফোর্স ঢাবি তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ‘আইআইটি ডে’ উদ্যাপিত ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় : নূরুল ইসলাম বুলবুল বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি বাংলাদেশ মুসলিম লীগের ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে শিবিরের ৯ দফা প্রস্তাবনা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বোরহানকে উঠিয়ে নেয়ার অভিযোগ

সকল