‘পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠন নিয়ে আলোচনা হবে’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০৬, আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:২১
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের চীন সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময়ে চীনের সাথে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনে দেশটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন।
যদিও বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির সাথে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এই মহাপরিচালক।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলারের। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে না। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’
এছাড়াও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও চীন ২০২৫ সালে তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চলেছে। এ লক্ষ্যে দু’দেশই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ণকল্পে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে।
সূত্র : ইউএনবি